BBCBangla | খবর | Bengali News index

NW Bengali News - NHK World Radio Japan

Friday, July 4, 2008

Huawei donated USD 3million GSM equipment to BUET

huawei1.gifHuawei Technologies (Bangladesh) Ltd. (Huawei), a leader in providing next generation telecommunications network solutions for operators around the world, announced that it has signed an agreement with BUET (EEE) on 10th June, 08 for setting up a wireless communication laboratory & training center in BUET premises with Huawei’s Next Generation GSM equipments.

Huawei donated USD 3million GSM equipment to BUET for GSM laboratory as part of corporate Huawei - Buet.gifsocial responsibility (CSR). This agreement reflects Huawei's leading position in corporate social responsibility as well as to improve the quality of education & research in Bangladesh. BUET will share it’s 250 square meter areas to set up lab and class room in a newly constructed building in BUET. This lab will be use for training, research & development purpose (R&D). Mr. Wonder Wang, Deputy Chief Representative, Huawei Bangladesh has sign the agreement on behalf of Huawei and Prof. Dr. Aminul Hoque, Head of EEE, BUET has sign the agreement on behalf of BUET in presence of Prof. Dr. A.M.M. Safiullah, Honorable Vice Chancellor, BUET. The occasion was also attended by Mr. Asif Zaman, Director HR & Admin, Huawei Bangladesh. Beside this Mr. Rubyet Adnan, Deputy Head of GU Product Department, Mr. G. M. Mahbub Alam, Deputy Head of Product Department, and Mr. Thouhidul Hassan, HR Manager also attend the session from Huawei Bangladesh.

"We are delighted to be work with Huawei as our GSM Lab & Training center partner," said Prof. Dr. A M M Safiullah, Vice Chancellor, BUET.

He also said, "Huawei's advanced technology and value-added services will help us to achieve our goal in terms of developing telecom expert in Bangladesh with this joint lab & training center."

“We are honored to partner with BUET," stated Mr. Wonder Wang, Deputy Chief Representative of Huawei Bangladesh. He also added “ This initiative is certainly a milestone to create technical expert in Bangladesh.”

From BUET side Register, all Deans, Director BRTC, Director DAERS, Professors & Associate Professors of EEE, BUET also attended the agreement signing ceremony.

In addition, December 2007 Huawei Bangladesh donated $579,241 worth of Data Communication Equipment to BUET for Development of a Data communication Network Lab and enhancement of BUET backbone network system.

The objective of this joint initiative is to establish a solid relationship and trusted partnership with BUET on technology sharing on Huawei cutting-edge technology in information and telecommunication solutions and to be parted in the front-line in pioneering next generation technology in research & development which in tern will help to create a skilled technical group in telecommunication field of Bangladesh.

This joint collaboration will be treated as milestone in the history of Bangladesh telecommunication field. This is to be noted that, this is also first time in Bangladesh where potential parties will get a complete GSM laboratory facilities for their hands on practice and necessary research work.

হাসিনার ডান কান ভাল হওয়ার আশা নেই: চিকিৎসক

হাসিনার ডান কান ভাল হওয়ার আশা নেই: চিকিৎসক
--------------------------------------

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা শেখ হাসিনার ডান কান ভালো হওয়ার আশা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী।

সরকারের বেঁধে দেওয়া আট সপ্তাহের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বাম কান ও দুই চোখের চিকিৎসা শেষ হবে না বলেও জানিয়েছেন তিনি ।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে মুজিবুন্নেসা চক্ষু হাসপাতালে এক সংবাদ সম্মেলনে মোদাচ্ছের আলী এ কথা জানান।

তিনি বলেন, "শেখ হাসিনার ডান কানের বিষয়ে আশা ছেড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। তার বাম কানে কৃত্রিম শ্রবণযন্ত্র লাগানো হয়েছে। তবে তা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শেখ হাসিনার বাম চোখেও স্থায়ী ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে ডান চোখের সমস্যা দূর করা সম্ভব বলে জানিয়েছেন তারা।"

কারাগারে শেখ হাসিনাকে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে মোদাচ্ছের আলী বলেন, "সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনার কান ও চোখের এ ক্ষতি হলো। তার হৃদযন্ত্রেরও সমস্যা দেখা দিয়েছে।"

তিনি বলেন, "তবে এখন যেভাবে চিকিৎসা চলছে তা অব্যাহত থাকলে তিনি (হাসিনা) স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।"

ডা. মোদাচ্ছের বলেন, "শেখ হাসিনা ও তার চিকিৎসকদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। তাদের কাছ থেকেই হাসপাতালে শেখ হাসিনাকে পরীক্ষার সময়সূচি আমি জেনেছি। সে অনুযায়ী, তার পরীক্ষা-নিরীক্ষা শেষ হতে আগস্টের শেষ নাগাদ লাগবে। তাতে সরকারের দেওয়া আট সপ্তাহ সময়ের মধ্যে চিকিৎসা শেষ হবে না।"

তিনি বলেন, "চিকিৎসা শেষ হলেই শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান। বড় কোনও সমস্যা ধরা না পড়লে আগস্টের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন।"

শেখ হাসিনা দু'একদিনের মধ্যে কানাডা থেকে লন্ডন যাবেন বলেও জানান তিনি।

এর আগে গত ২৬ জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, হাসিনার ডান কানের শ্রবণযন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ায় খুলে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ডা. মিশেল এম বিবলিও উইচের ক্লিনিক 'অরল্যান্ডো ইয়ার, নোজ এন্ড থ্রোট অ্যাসোসিয়েটস' এ আওয়ামী লীগ সভানেত্রীর কানের পরীক্ষা করা হয় বলে হাসান মাহমুদ জানান।

সরকার গত ১১ জুন এক নির্বাহী আদেশে কারাবান্দি শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয়। কান ও চোখের চিকিৎসার জন্য হাসিনা ১২জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

গত বছর ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন।

পুলিশ থেকে ছিনতাইকারী

পুলিশ থেকে ছিনতাইকারী
-------------------------
ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেজাউল শরীফ (৩০) ও শফিকুল আলম (৩১) আগে ছিলেন পুলিশের কনস্টেবল। গত ফেব্র"য়ারিতে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে চাকরি হারানোর পর ছিনতাইয়ে নেমেছেন তারা। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দু'জন পুলিশ কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গত ফেব্র"য়ারিতে তাদের চাকরিচ্যুত করা হয়। বৃহস্পতিবার হাইকোর্টের সামনে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।"

একই থানার সহকারী উপ-পরিদর্শক হামিদুর রহমান জানান, নিশিকান্ত দাস নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতেই রেজাউল ও শফিকুলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন।

নিশিকান্ত অভিযোগ করেছেন, রাতে হাইকোর্টের সামনে ফুটপাত দিয়ে যাওয়ার সময় রেজাউল ও শফিকুল তার পথরোধ করে এবং নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদের সঙ্গে অফিসে যেতে বলে। কিছু দূর যাওয়ার পর তারা নীশিকান্তের শরীর তল্লাশির নামে একটি মোবাইল ফোন সেট ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় নীশিকান্ত চিৎকার শুরু করলে কর্তব্যরত পুলিশ এগিয়ে এসে রেজাউল ও শফিকুলকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

VOA News: Top Stories