পল্টনে ব্যবসায়ীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই
-------------------------------------
ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- রাজধানীর পল্টনে বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা একজন মুদ্রা-বিনিয়ম ব্যবসায়ীকে কুপিয়ে বিদেশি মুদ্রাসহ প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
গুরুতর আহত ব্যবসায়ী গোলাম জিলানী মন্টু (৪৮) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ১১৮ ডিআইটি এক্সটেনশন রোড, ফকিরাপুলের সৈকত মানি এক্সচেঞ্জের মালিক।
মতিঝিল থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে আটটার দিকে মন্টু তার কার্যালয় বন্ধ করে একটি ব্যাগে নগদ ১০ লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা সমমানের বিদেশি মুদ্রা নিয়ে তার নয়াপল্টনের বাসার উদ্দেশে বের হন। তিনি পায়ে হেঁটে প্রধান সড়কে উঠে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় ৩/৪ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মন্টু বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
পথচারী ও পুলিশ মন্টুকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
BBCBangla | খবর | Bengali News index
NW Bengali News - NHK World Radio Japan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment