BNP to sit with govt Oct 15: Siddiqui
Dhaka, October 9 (bdnews24.com)—BNP has decided to sit with the caretaker government on Oct 15 for a special dialogue, said BNP standing committee member Chowdhury Tanveer Ahmed Siddiqui Thursday.
Siddiqui briefed reporters after attending a meeting of a special BNP committee held Thursday.
Members of the special committee included BNP vice-chairperson MK Anwar, joint secretary general Nazrul Islam Khan, former lawmaker Abdul Mannan and office secretary Rizvi Ahmed.
The two-hour meeting discussed the probable dialogue agenda and the demands BNP would place with the government to be met before they agreed to participate in the polls.
Siddiqui, who chaired the special committee, told reporters: "BNP will sit with the government for a dialogue on October 15. This committee is carrying out the preparatory tasks prior to that dialogue."
"We are preparing a long list of the discussion points and developing a set of recommendations as well," he said.
He said they would submit a report on the same to the party secretary general Khandakar Delwar Hossain.
"BNP is an election-oriented party, wanting to play a positive role in joining the polls. The specialist committee is working to take that goal forward," said Siddiqui.
Mentioning the five-point demands previously raised by the four-party alliance, he said: "Our report will uphold those demands too."
The demands include lifting emergency, certain further amendments to the new RPO, withdrawal of all cases against BNP chairperson Khaleda Zia, release of all political prisoners and deferring the upazila polls.
Asked if BNP will go for registration by the Election Commission's deadline of Oct 15, joint secretary general Nazrul Islam Khan said: "We hope our dialogue with the government will help remove all the hurdles we are facing as regards registration."
While four advisers of the caretaker government met with the BNP chairperson at her residence on Sept 11 following her release from detention, Khaleda had talked about going for a further dialogue with the government.
Subsequently, at the Sept 7 standing committee meeting, she finalised a decision on meeting with the government.
The special committee members told reporters that the government also welcomed the opportunity for accord through dialogue.
BBCBangla | খবর | Bengali News index
NW Bengali News - NHK World Radio Japan
Thursday, October 9, 2008
New-look Tigers trump NZ
Ecstatic supporters carrying national bi-colours pour into the Dhaka streets to celebrate Bangladesh's first-ever win over fancied New Zealand in the ODI on Thursday.Photo: Firoz Ahmed |
Anisur Rahman
bdnews24.com Sports Correspondent
Dhaka, Oct 9 (bdnews24.com) – Bangladesh turned around spectacularly from the edge of an abyss to dismantle fancied New Zealand by seven wickets in the ODI series opener, their first stylish triumph against a top team on Thursday since their victory over South Africa in the World Cup.
With the first-ever thumping of No. 4 side in the ODIs, a new-look Bangladesh signalled that all was not lost and a new chapter, indeed, could open up after some top players ditched the national team in favour of the wealthy Indian Cricket League.
They have now beaten all major cricketing nations except England and the West Indies in the shorter version of the game.
The Tigers reached 202 for three with 27 balls to spare after Mashrafee Bin Mortaza helped the hosts restrict New Zealand to 201 for nine at Sher-e-Bangla National Stadium in Mirpur.
Opener Junaed Siddique, cool after losing his partner Tamim Iqbal, hammered a career-best 85 while skipper Mohammad Ashraful returned to form with 60 not out to propel the amazing turnaround from the depth of despair.
Man of the match Siddique and Ashraful together put on 109 runs for the third wicket. When the left-handed opener gave an easy catch to Jacob Oram off Mark Gilliespie, Bangladesh had been close to the victory with only eight runs needed from 38 balls with seven wickets in hand.
Ashraful along with Shakib Al Hasan took the side home in 45.3 overs to spark off wild celebrations.
Siddique and Mushfiqur Rahim (30 off 57 balls), who was promoted up the order, steadied the innings with 67 runs for the second wicket after Tamim had fallen on 12, leaving the side at 18 for one in 4.1 overs.
The 20-year old opener, Siddique, faced 139 balls and smashed eight fours. Ashraful, who had been going through a bad patch since his century against the United Arab Emirates in the Asia Cup, hit his 15th ODI fifty to remain unbeaten off 56 balls, studded with five fours and one six.
Earlier, pace spearhead Mashrafee tore through the Black Caps batting order with four wickets in a miserly spell. His bowling colleagues, at times erratic, put up a spirited show to make sure the visitors did not get too far beyond the 200-mark.
Oram struck his 10th ODI fifty to rebuild New Zealand innings but could not stop the side from posting their lowest total against Bangladesh.
Their previous lowest tally of 224 came in Chittagong in 2004.
Mashrafee found his form to justify his captain's decision to bowl first following overnight showers in Mirpur. The tall pacer deftly exploited the early condition and then relied on accuracy to run through the top order with four for 44 in an unbroken eight-over first spell.
Left-arm spinner Abdur Razzak wrecked the tail with three for 33.
Mashrafee, who returned three for 19 in his eight-over first spell with three maidens, could have snared five scalps had Mahmudullah not dropped Tim Southee in the final over.
New Zealand openers Jesse Ryder and Brendon McCullum, whose 28-ball 80 helped the Tasmanians plunge Bangladesh to a 10-wicket defeat in the final of three ODIs in New Zealand last December, threatened a repeat of a similar drubbing with a brisk 47 for the opening stand before Mashrafee brought the first breakthrough.
McCullum, who seemed uneasy against Mashrafee's pace, slashed him only to be caught by Syed Rasel at thirdman for 14.
Ryder, who was more attacking of the two, specially against Syed Rasel, soon followed his partner. He scored 19 runs in Rasel's first two overs and then smashed first-change Shahadat Hossain for a first-ball six before being holed out at midwicket.
Mashrafee finally had Ryder caught by Mahmudullah for a quickfire 34 off 35 balls, leaving New Zealand at 55 for two in 10.2 overs.
The visitors lost two wickets in quick succession, triggering a top-order collapse as Shahadat and Mashrafee dismissed Ross Taylor (2) and Jamie How (7) inside three runs.
Left-arm spinner Abdur Razzak, coming in the 17th over, trapped Scott Styris (4) lbw in his first over and then had Daniel Flynn (6) in his third over to reduce New Zealand to a precarious 79 for six in 21 overs.
However, Jacob Oram and captain Daniel Vettori briefly rescued the Black Caps with a timely 70 for the seventh wicket before Shakib Al Hasan removed the New Zealand skipper for a 57-ball 30 studded with four fours.
Oram, who survived a run-out scare on three, hit 56 off 88 balls featuring four fours and a six before before being caught by Rasel off Razzak.
Tailenders Southee and Kyle Mills scored 19 not out and 16 respectively to give New Zealand bowlers something to bowl at.
Bangladesh did beat New Zealand before, but it was in the warm-up match during the 2007 World Cup in West Indies.
The next match is on Saturday and the third and final game is on Oct 14 in Chittagong.
প্রত্যাশার এবং প্রয়োজনের জয়
প্রত্যাশার এবং প্রয়োজনের জয়
ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়, কিন্তু এখানেই এর গুরুত্ব থেমে যাচ্ছে না। বিশ্বকাপের পর গত দেড় বছরে টেস্ট খেলা কোনো দেশের বিপক্ষে জয় নেই, টানা হারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নিযেই যখন শঙ্কা তখনই এই জয়। এবং এই জয় এই সময়ও যখন আইসিএল বিতর্কে বাংলাদেশের ক্রিকেট কোনঠাসা। ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল-এর অর্থের হাতছানিতে সাড়া দিয়ে জাতীয় দলকে অবজ্ঞা করার মতো ঘটনাও যখন ঘটে গেছে তখন এমন একটা জয় বড় দরকার ছিল। মঙ্গলবার মিরপুরে সেই সব প্রয়োজনই মেটাল আশরাফুলের দল। আর সামনেই থাকলেন আশরাফুল। দলের মতোই টানা ব্যর্থতা আর আইসিএল বিতর্কে জড়িয়ে যার নিজের ক্যারিয়ারও পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেটা ছিল আনঅফিসিয়াল ম্যাচ। অফিসিয়াল ম্যাচে কিউইদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। আর এই জয়ে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের হারানোর বাকি থাকল আর দুটো মাত্র দল। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে গত টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিল বাংলাদেশ। সেটা ধরলে অফিসিয়াল ম্যাচে শুধুমাত্র ইংল্যান্ডই বাকি থাকল।
শুরুতে তামিম ইকবালের উইকেটটা দ্রুত হারানোর পর আর কোনো বিপর্যয় হতে দেননি অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী এবং মুশফিকুর রহিম। দ্বিতীয় উইকেটে তাদের ৬৭ রানের পার্টনারশিপের পরপরই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। এরপর ক্যারিয়ারের প্রথম ফিফটি করা জুনায়েদকে নিয়ে অধিনায়ক আশরাফুলের গড়া ১০৯ রানের জুটিতে নিশ্চিত হযে যায় জয়। সেই জুটিই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত, কিন্তু শেষ মুহূর্তে মনসংযোগ হারিয়ে জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান জুনায়েদ। ৮৫ রান করেছেন তিনি, ১৩৯ বলে ৮টি বাউন্ডারির সহায়তায়। তার বিদায়ের পর সাকিবকে নিয়ে শেষ কাজটা করেন আশরাফুল, তখনও বল বাকি ছিল ২৭টি। ৫৬ বলে ৬০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলা আশরাফুলের ইনিংসে বাউন্ডারি ছিল ৫টি, সঙ্গে একটি ওভার বাউন্ডারি।
বাংলাদেশের রান তাড়ার শুরুটা হয়েছিল ইনিংসে প্রথম বলেই বাউন্ডারি দিয়ে। কাইল মিলসকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা তামিম (১২) অবশ্য নিজের ভুলেই টিকতে পারেননি বেশিক্ষণ। একই বোলারের অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে স্লিপে স্কট স্টাইরিসকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর দেখেশুনেই খেলেছে জুনায়েদ-মুশফিক জুটি। ৮৭ বলে ফিফটি পার্টনারশিপ গড়া এই জুটি শেষপর্যন্ত ভেঙ্গেছে দলের সংগ্রহে ৬৭ রান জুড়ে দেওয়ার পর। স্কট স্টাইরিসকে মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে রাইডারের ক্যাচ হয়েছেন মুশফিক (৩০)।
এর আগে একই সঙ্গে মাশরাফি বিন মর্তুজা এবং বাংলাদেশ দলকে বঞ্চিত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফির করা শেষ ওভারের পঞ্চম বলে তিনি ডিপ স্কয়ার লেগে ফেলেছেন টিম সাউথির ক্যাচ। যেটি না ফেললে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার মতো কৃতিত্বের মুখ দেখা হয়ে যেত দলের মূল স্ট্রাইক বোলারের। সেই সঙ্গে কিউইদেরও দুইশোর কমে অলআউট করা যেত। কিন্তু এর কিছুই হয়নি, নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছে ২০১ রান।
অথচ মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে শুরুর বিপর্যয়ে পড়া নিউজিল্যান্ডকে আরো চেপে ধরেছিলেন বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সুবাদে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কিউইদের ত্রাণকর্তা হিসেবে জ্যাকব ওরামের আবির্ভাবও হয়েছে বাংলাদেশের সৌজন্যে। নির্দিষ্ট করে বললে মুশফিকুর রহিম। ক্রিজ থেকে প্রায় গজদুয়েক বাইরে থাকা ওরামকে রানআউটের হাত থেকে বাঁচিয়ে দেয় মুশফিকের লক্ষ্যভ্রষ্ট থ্রো। তখন ৪ রানে থাকা ওরামই (৫৭) পরে অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিকে (৩০) নিয়ে সপ্তম উইকেটে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। এবং সেই সঙ্গে সামাল দেন বিপর্যয়।
মাশরাফি তার ৮ ওভারের প্রথম স্পেলে (৮-২-১৯-৩) মাত্র ১৯ রানে তুলে নেন ৩ উইকেট। শেষপর্যন্ত তার বোলিং পরিসংখ্যান দাঁড়িয়েছে ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট। প্রথম স্পেলে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের পর নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জোড়া সাফল্যই কিউইদের পরিণত করেছিল ৭৯ রানে ৬ উইকেট হারানো দলে। পরে নিউজিল্যান্ডের ত্রাণকর্তা ওরামকেও ফেরানো রাজ্জাক তার ১০ ওভারে ৩৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
রাজ্জাক তার প্রথম ওভারেই এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান স্কট স্টাইরিসকে (৪)। এর একটু আগে একইভাবে জেমি হাউ (৭) হয়েছেন মাশরাফির তৃতীয় শিকার। তবে শুরু থেকে অন্য দু'জনকে নিয়ে বাংলাদেশ দলের ভীতিতে থাকার যথেষ্ট কারণ ছিল। এমনিতেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে খ্যাতি আছে জেস রাইডারের। আর ব্রেন্ডন ম্যাককালামও কম যান না। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে তার ঝড়ো ব্যাটিংই লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশকে। কিউইরা বাংলাদেশের ৯৩ রান টপকে জয় তুলে নিয়েছিল মাত্র ৬ ওভারেই।
তবে ভীতিকর এই দুই ব্যাটসম্যানকেই দুই ওভারের মধ্যে ফিরিয়ে দিয়ে দলকে শুরুর সাফল্যের পাশাপাশি দারুণ স্বস্তিও দেন মাশরাফি। রাইডার শুরু থেকে তোপ দাগলেও তুলনায় ম্যাককালাম এগুচ্ছিলেন ধীরে-সুস্থেই। মাশরাফির অফস্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করে থার্ডমানে সৈয়দ রাসেলের ক্যাচ হয়ে ফিরে যান ম্যাককালাম (১৪)। ওই সময় অবশ্য রাইডারকেই থামানো বেশি জরুরী ছিল। শাহাদাতকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকানো রাইডারের বাউন্ডারিও মেরেছেন চারটি। মাশরাফির বলে পুল করতে গিয়ে মিডউইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে শেষ হয় রাইডারের ৩৫ বলে ৩৪ রানের ইনিংসটি।
ভোর রাতে বেশ খানিকক্ষণ বৃষ্টি এবং সকালের আকাশ গোমড়ামুখো হওয়ার পরও যথাসময়েই খেলা শুরু হওয়ার কৃতিত্ব মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সমন্বিত পানি নিষ্কাশন ব্যবস্থার। বৃহষ্পতিবার ব্র্যাক ব্যাংক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে যে সিদ্ধান্তটা নেওয়ার কথা, সেটিই নেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কন্ডিশনের সুবিধা নিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান তিনি। কন্ডিশনের সুবিধা নিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান তিনি। সেই সুবিধা নিয়েই কিউইদের চাপের মধ্যে ফেলে দিয়েছেন মাশরাফি-রাজ্জাকরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আগে ব্যাট করে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে তাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২২৪ রান। তবে ২০০৪এর ২ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে কিউইরা জিতেছিল ১৩৮ রানের বিশাল ব্যবধানে।
ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়, কিন্তু এখানেই এর গুরুত্ব থেমে যাচ্ছে না। বিশ্বকাপের পর গত দেড় বছরে টেস্ট খেলা কোনো দেশের বিপক্ষে জয় নেই, টানা হারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নিযেই যখন শঙ্কা তখনই এই জয়। এবং এই জয় এই সময়ও যখন আইসিএল বিতর্কে বাংলাদেশের ক্রিকেট কোনঠাসা। ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল-এর অর্থের হাতছানিতে সাড়া দিয়ে জাতীয় দলকে অবজ্ঞা করার মতো ঘটনাও যখন ঘটে গেছে তখন এমন একটা জয় বড় দরকার ছিল। মঙ্গলবার মিরপুরে সেই সব প্রয়োজনই মেটাল আশরাফুলের দল। আর সামনেই থাকলেন আশরাফুল। দলের মতোই টানা ব্যর্থতা আর আইসিএল বিতর্কে জড়িয়ে যার নিজের ক্যারিয়ারও পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেটা ছিল আনঅফিসিয়াল ম্যাচ। অফিসিয়াল ম্যাচে কিউইদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। আর এই জয়ে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের হারানোর বাকি থাকল আর দুটো মাত্র দল। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে গত টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিল বাংলাদেশ। সেটা ধরলে অফিসিয়াল ম্যাচে শুধুমাত্র ইংল্যান্ডই বাকি থাকল।
শুরুতে তামিম ইকবালের উইকেটটা দ্রুত হারানোর পর আর কোনো বিপর্যয় হতে দেননি অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকী এবং মুশফিকুর রহিম। দ্বিতীয় উইকেটে তাদের ৬৭ রানের পার্টনারশিপের পরপরই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। এরপর ক্যারিয়ারের প্রথম ফিফটি করা জুনায়েদকে নিয়ে অধিনায়ক আশরাফুলের গড়া ১০৯ রানের জুটিতে নিশ্চিত হযে যায় জয়। সেই জুটিই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত, কিন্তু শেষ মুহূর্তে মনসংযোগ হারিয়ে জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান জুনায়েদ। ৮৫ রান করেছেন তিনি, ১৩৯ বলে ৮টি বাউন্ডারির সহায়তায়। তার বিদায়ের পর সাকিবকে নিয়ে শেষ কাজটা করেন আশরাফুল, তখনও বল বাকি ছিল ২৭টি। ৫৬ বলে ৬০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলা আশরাফুলের ইনিংসে বাউন্ডারি ছিল ৫টি, সঙ্গে একটি ওভার বাউন্ডারি।
বাংলাদেশের রান তাড়ার শুরুটা হয়েছিল ইনিংসে প্রথম বলেই বাউন্ডারি দিয়ে। কাইল মিলসকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা তামিম (১২) অবশ্য নিজের ভুলেই টিকতে পারেননি বেশিক্ষণ। একই বোলারের অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে স্লিপে স্কট স্টাইরিসকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর দেখেশুনেই খেলেছে জুনায়েদ-মুশফিক জুটি। ৮৭ বলে ফিফটি পার্টনারশিপ গড়া এই জুটি শেষপর্যন্ত ভেঙ্গেছে দলের সংগ্রহে ৬৭ রান জুড়ে দেওয়ার পর। স্কট স্টাইরিসকে মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে রাইডারের ক্যাচ হয়েছেন মুশফিক (৩০)।
এর আগে একই সঙ্গে মাশরাফি বিন মর্তুজা এবং বাংলাদেশ দলকে বঞ্চিত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফির করা শেষ ওভারের পঞ্চম বলে তিনি ডিপ স্কয়ার লেগে ফেলেছেন টিম সাউথির ক্যাচ। যেটি না ফেললে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার মতো কৃতিত্বের মুখ দেখা হয়ে যেত দলের মূল স্ট্রাইক বোলারের। সেই সঙ্গে কিউইদেরও দুইশোর কমে অলআউট করা যেত। কিন্তু এর কিছুই হয়নি, নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছে ২০১ রান।
অথচ মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে শুরুর বিপর্যয়ে পড়া নিউজিল্যান্ডকে আরো চেপে ধরেছিলেন বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সুবাদে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কিউইদের ত্রাণকর্তা হিসেবে জ্যাকব ওরামের আবির্ভাবও হয়েছে বাংলাদেশের সৌজন্যে। নির্দিষ্ট করে বললে মুশফিকুর রহিম। ক্রিজ থেকে প্রায় গজদুয়েক বাইরে থাকা ওরামকে রানআউটের হাত থেকে বাঁচিয়ে দেয় মুশফিকের লক্ষ্যভ্রষ্ট থ্রো। তখন ৪ রানে থাকা ওরামই (৫৭) পরে অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিকে (৩০) নিয়ে সপ্তম উইকেটে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। এবং সেই সঙ্গে সামাল দেন বিপর্যয়।
মাশরাফি তার ৮ ওভারের প্রথম স্পেলে (৮-২-১৯-৩) মাত্র ১৯ রানে তুলে নেন ৩ উইকেট। শেষপর্যন্ত তার বোলিং পরিসংখ্যান দাঁড়িয়েছে ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট। প্রথম স্পেলে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের পর নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জোড়া সাফল্যই কিউইদের পরিণত করেছিল ৭৯ রানে ৬ উইকেট হারানো দলে। পরে নিউজিল্যান্ডের ত্রাণকর্তা ওরামকেও ফেরানো রাজ্জাক তার ১০ ওভারে ৩৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
রাজ্জাক তার প্রথম ওভারেই এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান স্কট স্টাইরিসকে (৪)। এর একটু আগে একইভাবে জেমি হাউ (৭) হয়েছেন মাশরাফির তৃতীয় শিকার। তবে শুরু থেকে অন্য দু'জনকে নিয়ে বাংলাদেশ দলের ভীতিতে থাকার যথেষ্ট কারণ ছিল। এমনিতেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে খ্যাতি আছে জেস রাইডারের। আর ব্রেন্ডন ম্যাককালামও কম যান না। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে তার ঝড়ো ব্যাটিংই লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশকে। কিউইরা বাংলাদেশের ৯৩ রান টপকে জয় তুলে নিয়েছিল মাত্র ৬ ওভারেই।
তবে ভীতিকর এই দুই ব্যাটসম্যানকেই দুই ওভারের মধ্যে ফিরিয়ে দিয়ে দলকে শুরুর সাফল্যের পাশাপাশি দারুণ স্বস্তিও দেন মাশরাফি। রাইডার শুরু থেকে তোপ দাগলেও তুলনায় ম্যাককালাম এগুচ্ছিলেন ধীরে-সুস্থেই। মাশরাফির অফস্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করে থার্ডমানে সৈয়দ রাসেলের ক্যাচ হয়ে ফিরে যান ম্যাককালাম (১৪)। ওই সময় অবশ্য রাইডারকেই থামানো বেশি জরুরী ছিল। শাহাদাতকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকানো রাইডারের বাউন্ডারিও মেরেছেন চারটি। মাশরাফির বলে পুল করতে গিয়ে মিডউইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে শেষ হয় রাইডারের ৩৫ বলে ৩৪ রানের ইনিংসটি।
ভোর রাতে বেশ খানিকক্ষণ বৃষ্টি এবং সকালের আকাশ গোমড়ামুখো হওয়ার পরও যথাসময়েই খেলা শুরু হওয়ার কৃতিত্ব মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সমন্বিত পানি নিষ্কাশন ব্যবস্থার। বৃহষ্পতিবার ব্র্যাক ব্যাংক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে যে সিদ্ধান্তটা নেওয়ার কথা, সেটিই নেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কন্ডিশনের সুবিধা নিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান তিনি। কন্ডিশনের সুবিধা নিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান তিনি। সেই সুবিধা নিয়েই কিউইদের চাপের মধ্যে ফেলে দিয়েছেন মাশরাফি-রাজ্জাকরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আগে ব্যাট করে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে তাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২২৪ রান। তবে ২০০৪এর ২ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে কিউইরা জিতেছিল ১৩৮ রানের বিশাল ব্যবধানে।
Subscribe to:
Posts (Atom)